মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘরেই তৈরি করুন অ্যালোভেরা সাবান 

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

ঘরেই-তৈরি-করুন-অ্যালোভেরা-সাবান 

ঘরেই-তৈরি-করুন-অ্যালোভেরা-সাবান 

ত্বকের শুষ্কতা দূর করতে পারে অ্যালোভেরা সাবান। ঘরেই বানিয়ে নিতে পারেন এই সাবান। জানিয়ে দিচ্ছি এই সাবান তৈরির প্রক্রিয়া।

অ্যালোভেরা সাবান তৈরি করতে যা যা লাগবে : এক কাপ পানি ফুটিয়ে কয়েক চামচ কস্টিক সোডা দিয়ে দিন।একটি কাঠের চামচ দিয়ে ঘনঘন নাড়তে থাকুন।অ্যালোভেরার পাতা থেকে শাঁস বের করে আমণ্ড অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। তেলমিশ্রিত অ্যালোভেরার শাঁস পাত্রের পানিতে দিয়ে দিন। ঘনঘন নাড়বেন যেন স্টিকি হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। কয়েক ফোঁটা ল্যাভেণ্ডার অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি সাবানের ছাঁচে রেখে ঠাণ্ডা করুন। ৫ ঘণ্টা পর এটি ডিপ ফ্রিজে রাখুন। সারারাত রেখে দিয়ে পরের দিন ফ্রিজ থেকে বের করুন। আপনার সাবান ব্যবহারের জন্য প্রস্তুত।

সতর্কতা: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, আরো বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সূত্র: এই সময়

Provaati
    দৈনিক প্রভাতী